টেস্ট র্যাংকিংয়ে শীর্ষেই থাকল ভারত
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারত একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিল। দুই ম্যাচ হেরে টেস্ট সিরিজ আগেই তাদের হাতছাড়া হয়ে গেছে। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ম্যাচে মান-সম্মান বাঁচাতে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে উপমহাদেশের পরাশক্তি দলটি। সে ম্যাচে জয়ের পাশাপাশি টেস্ট র্যাংকিংয়েও নিজেদের এক নম্বর জায়গা ধরে রেখেছে তারা।
গত মাসে ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে যায়, তখন র্যাংকিংয়ে তাদের রেটিং পয়েন্ট ছিল ১২৪। দক্ষিণ আফ্রিকা তাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে ১১১ পয়েন্টে ছিল। দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়লেও শেষ টেস্ট জয়ে ভারতের পয়েন্ট দাঁড়ায় ১২১ এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৫! নিরাপদ দূরত্বে এগিয়ে আছে তারা।
এদিকে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে অস্ট্রেলিয়ার সঙ্গে কমপক্ষে একটি টেস্ট জিততে হবে। কিন্তু অস্ট্রেলিয়া যদি ৩-০ কিংবা ৪-০ তে জিতে যায়, তবে তারা দক্ষিণ আফ্রিকাকে টপকে দ্বিতীয় স্থান দখল করবে।
আগামী মার্চে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে দুই টেস্ট সিরিজে বিজয়ীর দ্বারা নির্ধারিত হবে টেবিলের চতুর্থ অবস্থানে কোন দল থাকবে। সিরিজ ড্র হলে নিউজিল্যান্ড ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকবে।
র্যাংকিংয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তান থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান। দুদলেরই রেটিং পয়েন্ট ৭২! র্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে দশম অবস্থানে।
আগামী ৩১ জানুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজে জয়ের দেখা পেলে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে তাদের জায়গা দখল করার দারুণ সুযোগ থাকবে টাইগারদের সামনে।