নতুন উচ্চতায় উঠে কাঁদলেন ফেদেরার
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ডটি অনেক আগেই নিজের করে নিয়েছিলেন রজার ফেদেরার। আজ এই সুইস তারকা নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। জিতলেন ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লাম শিরোপা। স্পর্শ করলেন সবচেয়ে বেশি, ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের রেকর্ডও। নতুন উচ্চতায় উঠে ফেদেরার হয়ে পড়েছিলেন আবেগপ্রবণ। শিরোপা হাতে নিয়ে আনন্দে কেঁদেই ফেলেছিলেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়।
আগে থেকেই যেন নির্ধারিত ছিল অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেই ঘরে ফিরবেন সুইস তারকা রজার ফেদেরার। র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা রাফায়েল নাদালের প্রতিটা রাউন্ড পাড়ি দিতে যেখানে ঝাম ঝরাতে হয়েছে, সেখানে ফেদেরার প্রতিটা রাউন্ড পাড়ি দিয়েছেন হেসে-খেলেই।
টুর্নামেন্টের সেমিফাইনালে ফেদেরার দক্ষিণ কোরিয়ার হিয়ন চুংকে ৬-১, ৫-২ গেমে সহজেই হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন। অন্যদিকে ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিস প্রথমবারের মত র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নাদালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেন। অবশ্য সেমিফাইনালের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা গড়ায় পঞ্চম সেট পর্যন্ত। খেলার প্রায় শেষপর্যায়ে রাফা ম্যাচ ছেড়ে দেন। ফলে স্বাভাবিকভাবেই ফাইনালে পৌঁছে যান চিলিস।
আজকের ফাইনালের ম্যাচও গড়িয়েছে পঞ্চম সেট পর্যন্ত। প্রথম সেট ফেদেরার জিতলেও পরের সেট জিতে নেন চিলিস। এর পরের দুই ম্যাচ পর্যায়ক্রমে দুজন জিতলে খেলা গড়ায় পঞ্চম সেট অবদি। অবশ্য পঞ্চম সেট বেশ সহজেই জিতে নেন ফেদেরার। ফলে ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে শিরোপা নিশ্চিত করেন ফেদেরার।
এই টুর্নামেন্টের শিরোপা জিতে সবচেয়ে বেশিবার ২০তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেলেন সুইস এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০ সালেও সেরার মুকুট পরে সর্বোচ্চ বেশি ছয়বার শিরোপা ছোঁয়ার গৌরব অর্জন করলেন তিনি। এই রেকর্ডটি অবশ্য ফেদেরারকে ভাগাভাগি করতে হচ্ছে নোভাক জোকোভিচের সঙ্গে।