আফগান যুবাদের স্বপ্নভঙ্গ

প্রথমবার বড় কোনো আসরের সেমিফাইনালে উঠে দারুণ চমক দেখিয়েছে আফগানিস্তান যুব ক্রিকেট দল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি ফাইনালে উঠতে। বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছে তারা।
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে আফগান যুবারা। তখনই ক্রিকেট বিশ্ব নড়েচড়ে বসে। তবে কি নতুন কোনো চমক পেতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ? কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পরই নতুন চমক পাওয়ার আশা জাগায়। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের কাছে হার মানতে হয় তাদের।
আজ সোমবার ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৪৮ ওভারে ১৮১ রানেই থেমে যায় নাভিন-উল-হকদের ইনিংস। সর্বোচ্চ ৮০ রান করেন ইমরান আলী খির। অস্ট্রেলিয়ার পক্ষে চার উইকেট পান জোনাথন মেরলো।
জবাবে ব্যাট করতে নেমে ৭৫ বল হাতে রেখেই ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় অসি যুবারা। অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক এডওয়ার্ডস ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন।
জাতীয় দল যা করে দেখাতে পারেনি, সেটাই করে দেখিয়েছে নাভিন-উল-হকের তরুণ দলটি। তাই একেবারেই যে খালি হাতে তারা ফিরে যাচ্ছে, এমনটি নয়। এই টুর্নামেন্ট থেকে তারা নিয়ে যাচ্ছে অপার সম্ভাবনা, যা তাদের ভবিষ্যতে বড় দল গঠনে সহায়তা করবে।