লজ্জার হারে বিদায় পাকিস্তানের
আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নাজেহাল হতে হয়েছে পাকিস্তানকে। তারই ধারাবাহিকতা অব্যাহত থাকল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। দাপুটে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত।
সেমিফাইনালে জয়ের জন্য পাকিস্তানকে ২৭৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভারের মধ্যে মাত্র ৬৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল মাত্র ১৮ রানের। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮ রান করেছিলেন রোহাইল নাজির। ১৫ ও ১১ রানের ছোট্ট দুটি ইনিংস এসেছে সাদ খান ও মোহাম্মদ মুসার ব্যাট থেকে। এ ছাড়া পাকিস্তানের অন্য কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।
ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন আইসি পোরান। ৬ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন এই ভারতীয় বোলার। দুটি করে উইকেট গেছে শিবা সিং ও আর পরাগের ঝুলিতে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুবমান গিলের অপরাজিত ১০২, পৃথিবী শ-র ৪১, মনজোত কাইরার ৪৭ রানের ইনিংসগুলোর সুবাদে স্কোরবোর্ডে ২৭২ রান জমা করেছিল ভারত।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আরেক সেমিফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফলে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।