২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মেলবোর্নে

এখনো দুই বছরের বেশি সময় আছে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে এরই মধ্যে নির্ধারিত হয়ে গেল এর দিনক্ষণ ও ভেন্যু। ২০২০ সালে ছেলে ও মেয়েদের দুটি বিশ্বকাপেরই আয়োজক অস্ট্রেলিয়া। আর দুটি ফাইনাল ম্যাচই অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এতে অংশ নেবে ১০টি দল। এরপর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ছেলেদের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ১৬টি দল। এই প্রথম দুটি আলাদা টুর্নামেন্ট একই বছর একই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেয়েদের টি-টোয়েন্টির ফাইনালের দিন, অর্থাৎ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আইসিসি প্রত্যাশা করে, ওই দিন ফাইনাল দেখতে গ্যালারিতে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকবে।
মেয়েদের খেলায় সর্বশেষ ১৯৯৯ সালে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ছিল গ্যালারিতে। ১৯৯৯ সালে নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে চীন ও যুক্তরাষ্ট্রের লড়াই উপভোগ করেছিলেন ৯০ হাজার ১৮৫ জন দর্শক।
অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং বলেছেন, ‘৯০ হাজার দর্শকের সামনে খেলার কথা ভাবলেই কেমন রোমাঞ্চকর মনে হয়।’ আইসিসি ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আজ মঙ্গলবার নির্ধারণ করেছে দুই টুর্নামেন্টের ম্যাচগুলো কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নারী বিশ্বকাপের খেলাগুলো পার্থ, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেডে ও ক্যানবেরাতে অনুষ্ঠিত হবে।
তবে সেমিফাইনালের দুটি ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের মেলবোর্নে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিডনি ও অ্যাডিলেডে।