শেরেবাংলার কিউরেটর গামিনিকে নিয়ে বিতর্ক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে বেশ কিছুদিন ধরেই কাজ করছেন তিনি। বলা হচ্ছে গামিনি ডি সিলভার কথা। শ্রীলঙ্কান বলে তাঁর সঙ্গে বেশ সখ্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের। এই লঙ্কান কিউরেটর হঠাৎ করেই আলোচনায় এসেছেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণে। ফাইনাল ম্যাচে তিনি নাকি স্বাগতিক দলের চাহিদা অনুযায়ী উইকেট দিতে পারেননি।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সামলোচনার ঝড় উঠেছে। গামিনিকে নিয়ে সন্দেহ পোষণ করছেন অনেকেই।
শুধু তাই নয়, ফাইনালে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বাজে উইকেটের সমালোচনা করেছিলেন। অনেকেই মনে করেন, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য উইকেটই অনেকাংশে দায়ী ছিল।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন বলেছেন, ‘ম্যাচের ফল যখন ভালো হয়, তখন কোনো প্রশ্ন থাকে না। কিন্তু ম্যাচের ফল আশা অনুযায়ী না হলে নানা আলোচনা আসে। তবে যদি এ ধরনের কোনো বিষয় নজরে এলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অবশ্য খুবই বাজেভাবে হেরেছিল। শ্রীলঙ্কার করা ২২১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস মাত্র ১৪২ রানে থেমে যায়। তাই হেরেছে ৭৯ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতার জন্য অনেকেই উইকেটকেই দায়ী করছেন।
ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচেও বাংলাদেশ চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছিল। মাত্র ৮৩ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিল।