রেকর্ড শ্রীলঙ্কারই পক্ষে
আগামীকাল বুধবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিজেদের মাটিতে খেলা হলে টাইগাররা বরাবরই ফেভারিট। কিন্তু কয়েক দিন আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঘরের মাটিতেই হেরে গেছে বাংলাদেশ। ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি মাশরাফি বাহিনী। দেশের মাটিতেই এমন বাজে খেলার পর সেই শ্রীলঙ্কার সঙ্গেই জিততে কতটা আত্মবিশ্বাসী টাইগাররা?
শ্রীলঙ্কার বিপক্ষে বিগত সিরিজগুলোর ফলও কথা বলছে লঙ্কানদের পক্ষে। এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নয়টি টেস্ট সিরিজ খেলেছে। অবশ্য ২০০১-০২ সালের সিরিজ ছিল বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ।
নয়টি সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ১৮টি টেস্টে। যার ১৫টিতেই জিতেছে শ্রীলঙ্কা, দুটি ম্যাচ কোনো ফলের মুখ দেখতে পারেনি। গত বছরের মার্চে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টটি জিতেছে বাংলাদেশ।
বিদেশের মাটিতে শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে ৪ উইকেটে হারানোর পাশাপাশি অন্য এক বিশেষ কারণে ম্যাচটি টাইগারদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দেখতে দেখতে শততম টেস্টের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল টাইগাররা। হয়তো শততম টেস্ট ঐতিহাসিক করার দৃঢ়প্রত্যয়ে মাঠে নেমেছিল তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে শততম টেস্টটি স্মরণীয় করে রেখেছে টাইগাররা।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হাতের চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়লেও মুমিনুল হক, তামিম ইকবাল মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিমদের দিকে তাকিয়ে আশা খুঁজছে বাংলাদেশ। অন্যদিকে, দীর্ঘ চার বছরের বিরতির পর প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করে দলে ফিরেছেন আবদুর রাজ্জাক।
আগামীকাল প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের আনন্দময় জয়ের স্মতিচারণ করে মাঠে নামবে নাকি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের দুঃসহ স্মৃতি নিয়ে মাঠে নামবে, সেটাই দেখার অপেক্ষায়।