লঙ্কা-বধে স্পিনেই ভরসা বাংলাদেশের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/30/photo-1517310087.jpg)
চট্টগ্রামের মাঠে আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। মাঠে নামার আগে টাইগার টেস্ট দলটার দিকে তাকালে আলাদা করে একটা বিষয় চোখে পড়বেই। দলে বিশেষজ্ঞ স্পিনারসহ মোট স্পিনারের সংখ্যা আটজন!
অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটে ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে। তাঁর জায়গাতেই এসেছেন সানজামুল ইসলাম, তানবীর হায়দার এবং একদম শেষ মুহূর্তে চার বছর পর দলে ডাক পেয়েছেন বর্ষীয়ান আবদুর রাজ্জাক। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর নাঈম ইসলাম দলে ছিলেন আগে থেকেই। সঙ্গে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনদেরও অভিজ্ঞতা আছে স্পিন বোলিংয়ে হাত ঘোরানোর।
ঘরের মাঠে স্পিন আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্যটার সফল প্রদর্শন অনেকবারই করেছেন স্পিনাররা। মিরপুরে বাংলাদেশের শেষ দুই টেস্ট জয়ের পুরো কৃতিত্বই সাকিব-মিরাজদের। চট্টলার মাঠেও কি তবে শ্রীলঙ্কাকে আটকাতে বাংলাদেশের ভরসা সেই স্পিনেই!
যদি তেমনটাই হয়ে থাকে, বাংলাদেশকে কিন্তু এবার থাকতে হবে বেশ সাবধান। শেরেবাংলায় মুশফিকুর রহিমের দলের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঘূর্ণিবল সামলানোর ব্যাপারে এই দলগুলো দুর্বল সব সময়ই। উপমহাদেশের ব্যাটসম্যানরা আবার উল্টো। পেস থেকে স্পিন সামলানোয় বেশি দক্ষ শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশ। আর সে জায়গাতেই সতর্ক থাকতে হচ্ছে মাহমুদউল্লাহ বাহিনীকে।
যদি স্পিন আক্রমণের কথা মাথায় রেখে তৈরি করা হয় উইকেট, প্রতিপক্ষ স্পিনারদের চিন্তাও যে করতে হবে। সাদা পোশাকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ মজুদ আছেন লঙ্কান শিবিরে। দিলরুয়ান পেরেরা কিংবা আকিলা ধনঞ্জয়ারা নিজেদের দিনে তছনছ করে দিতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।
নিজেদের মাটিতে সব দলই চাইবে শক্তির জায়গাটাকেই আক্রমণের ভিত বানাতে। প্রবীণ আবদুর রাজ্জাকের সঙ্গে তরুণ নাঈম ইসলাম কিংবা মেহেদী হাসান মিরাজদের স্পিনে বেকায়দায় থাকুক শ্রীলঙ্কা এমনটা চাওয়া মোটেই দোষের নয়। তবে নিজেদের খোঁড়া গর্তে নিজেদেরই যেন পড়তে না হয়, নজরটা দিতে হবে সেদিকেও।