তামিমের সামনে আরো একটি মাইলফলকের হাতছানি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/31/photo-1517379571.jpg)
বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের প্রায় সবকিছুই আছে তামিম ইকবালের দখলে। কয়েক দিন আগেই তিনি স্পর্শ করেছেন সব ধরনের ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক। এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডে তামিম পেছনে ফেলেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়াকে। এবার তামিম চলে এসেছেন আরো একটি দারুণ মাইলফলকের দ্বারপ্রান্তে। আর মাত্র ৬২ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁহাতি ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ব্যাটিং করতে নেমেছিলেন ৩,৮৮৬ রান নিয়ে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে তিনি খেলেছেন ৫২ রানের ইনিংস। ফলে সব মিলিয়ে ৫৩ ম্যাচে ১০১ ইনিংস খেলে তামিমের রান এখন ৩,৯৩৮।
তামিমের দারুণ ফর্ম জানান দিচ্ছে, চার হাজার রান পূর্ণ করতে তামিম হয়তো বেশি দিন অপেক্ষা করাবেন না। হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসেই পূর্ণ হবে তামিমের চার হাজার রান।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভালো নৈপুণ্য দেখিয়ে ওয়ানডেতেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছিলেন ছয় হাজার রান।
একই ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডে তামিম পেছনে ফেলেছেন জয়সুরিয়াকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংস খেলে শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াস চারটি শতক ও ১৯টি অর্ধশতকের সাহায্যে করেন ২,৫১৪ রান।
আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৭৬ ম্যাচে ৭৫ ইনিংস খেলে তামিমের রান সংগ্রহ করেছেন ২,৫৫৭ রান। এই স্টেডিয়ামে আছে তাঁর পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক।