ইংল্যান্ডের যুব অধিনায়কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
এবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হ্যারি ব্রুক। শৃঙ্খলাভঙ্গের শাস্তিস্বরূপ তিনি দল থেকে বাদ পড়েছিলেন এক ম্যাচের জন্য।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ১৮ বছর বয়সী ব্রুক দলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে এক ম্যাচ থেকে বাদ পড়েছেন। এখানেই শেষ নয়, এই উঠতি তারকাকে বোর্ড থেকে লিখিত সতর্কবার্তাও পাঠানো হয়েছে।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড অবশ্য তাঁকে নিষিদ্ধ করার ব্যাপারে খোলাসা করে কিছু বলেনি। তবে এটা নিশ্চিত করা হয়েছে, এর সঙ্গে অ্যালকোহলের কোনো সম্পর্ক নেই।
ব্রুকের অনুপস্থিতিতেও অবশ্য ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩২ রানে জয়লাভ করে।
ব্যাটসম্যান হিসেবে ব্রুক ইয়র্কশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করেন ২০১৬ সালে। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১০২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন এই তারকা।
ব্রুকের নিষিদ্ধ হওয়ার কয়েক দিন আগে শাস্তির মুখে পড়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলের তারকা ক্রিকেটার বেন স্টোকস। মদপান করে একটি পানশালার বাইরে মারামারিতে জড়িয়ে বিপাকে পড়েছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।