টটেনহামের কাছে হারল ম্যানইউ

প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে টটেনহাম। এখন আশা শুধু শেষ চারের মধ্যে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। সে লক্ষ্যে অবশ্য এগিয়েই যাচ্ছে টটেনহাম। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দখল করেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থান।
নিজেদের মাঠে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টটেনহাম। পরে এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। খেলা শুরুর মাত্র ১ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসন। ২৮ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি অবশ্য এসেছে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে সেটা নিজেদের জালেই জড়িয়ে দিয়েছিলেন ম্যানইউর ডিফেন্ডার ফিল জোনস।
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই জয়ের পর আরো উজ্জ্বল হয়েছে টটেনহামের শেষ চারে যাওয়ার আশা। এই মুহূর্তে ২৫ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে পঞ্চম স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লিভারপুল ও চেলসির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও খুব কম, মাত্র ২। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে দ্বিতীয় স্থানে।
আর এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের সর্বশেষ ম্যাচেও ওয়েস্ট ব্রমের বিপক্ষে তারা পেয়েছে ৩-০ গোলের দাপুটে জয়।