নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে হারল চেলসি

ঘরের মাঠে ভালোই নাকাল হতে হলো চেলসিকে। ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ব্লুরা। সেটাও আবার মাঝারি সারির ক্লাব বোর্নমাউথের বিপক্ষে। হতাশাজনক এই হারের পর পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে যেতে হয়েছে গতবারের শিরোপাজয়ী চেলসিকে।
নিজেদের মাঠে প্রথমার্ধটা চেলসি কাটিয়েছিল গোলশূন্য সমতা দিয়ে। নিজেরা গোল করতে না পারলেও তাদের অন্তত গোল হজম করতে হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে শুধু হতাশাই উপহার দিয়েছেন চেলসির তারকা ফুটবলাররা।
৫১ মিনিটের মাথায় চেলসি হজম করে প্রথম গোলটি। গোল করেন বোর্নমাউথের ফরোয়ার্ড ক্যালম উইলসন। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন জুনিয়র স্টানিস্লাস। ৬৭ মিনিটে চেলসি সমর্থকদের আরো হতাশ করে দিয়ে ব্যবধান ৩-০ করে ফেলেন নাথান আকে। শেষপর্যন্ত এই ৩-০ ব্যবধানে হারের হতাশ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে।
হতাশাজনক এই হারের পর চেলসিকে নেমে যেতে হয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। ২৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫০ পয়েন্ট। সমপরিমাণ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে তৃতীয় স্থানে উঠে গেছে লিভারপুল। আর ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের সর্বশেষ ম্যাচেও ওয়েস্ট ব্রমের বিপক্ষে তারা পেয়েছে ৩-০ গোলের দাপুটে জয়।