তারপরও মুমিনুলের আক্ষেপ

আগের দিন ১৭৪ রানে অপরাজিত ছিলেন। তাই আশা করতেই পারেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার। না, শেষ পর্যন্ত তা পারেননি বাংলাদেশি অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক। প্রথম দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই সাজঘরে ফিরে গেছেন তিনি। তাই আক্ষেপটা থেকেই গেল, ডাবল সেঞ্চুরির এত কাছে এসেও তা না পাওয়ার।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে মুমিনুল ১৭৬ রান করে আউট হয়ে যান। মাত্র ২৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে যান এই বাংলাদেশি লিটল মাস্টার।
এর আগে ২০১৩ সালে এই চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি। সে একই ভেন্যুতে আরো একবার আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
অবশ্য কিছু আক্ষেপ থাকলেও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। ছুঁয়েছেন দারুণ একটি মাইলফলক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুলই দুই হাজার রানে পৌঁছেছেন সবচেয়ে দ্রুতগতিতে। এই টেস্ট নিয়ে ২৬তমবারের মতো সাদা পোশাকে নামলেন বাংলাদেশের হয়ে। ৪৭ ইনিংসেই পার হয়ে গেলেন দুই হাজার রানের ঘর। টেস্টে পাঁচ শতক আর ১২ অর্ধশতকে মুমিনুলের বর্তমান রান ২,০১৭ রান। গড় ৪৭.৯৭।
প্রায় তিন বছর পর এই সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। এর আগে ২০১৪ সালের নভেম্বরে এই চট্টগ্রামেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। সেবার ১৩১ রানের হার-না-মানা ইনিংস খেলেন।