ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু ভারতের
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ভারত হেরেছিল ২-১ ব্যবধানে। তবে ওয়ানডে সিরিজে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা করেছে জয় দিয়ে। বিরাট কোহলির দারুণ শতকে ভর করে ভারত পেয়েছে ৬ উইকেটের সহজ জয়।
২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। স্কোরবোর্ডে ৬৭ রান জমা করতেই সাজঘরমুখী হয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা (২০) ও শিখর ধাওয়ান (৩৫)। তবে এরপর প্রোটিয়া বোলারদের আর কোনো সুযোগ দেননি অধিনায়ক কোহলি ও আজিঙ্কা রাহানে। তৃতীয় উইকেটে ১৮৯ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এই দুই ব্যাটসম্যান। ৪৩ ও ৪৫তম ওভারে রাহানে ও কোহলিকে সাজঘরে ফেরান আন্দিলে ফেলুয়াকো। ৭৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন রাহানে। আর কোহলি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম শতক। খেলেছেন ১১২ রানের লড়াকু ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রায় একাই লড়েছেন অধিনায়ক ফাফ দু প্লেসি। শেষ ওভারে আউট হওয়ার আগে দু প্লেসির ব্যাট থেকে এসেছে ১২০ রানের অধিনায়কোচিত ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ৩৭ রানের। সাত নম্বরে ব্যাট করতে নেমে এই ৩৭ রান করেছিলেন ক্রিস মরিস। ৩৪ রানের ছোট আরেকটি ইনিংস এসেছে ওপেনার কুইন্টন ডি ককের ব্যাট থেকে।
ভারতের পক্ষে দারুণ বোলিং করে নজর কেড়েছেন দুই স্পিনার কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল। ১০ ওভার বল করে মাত্র ৩৪ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন যাদব। দুটি উইকেট গেছে চাহালের ঝুলিতে।