লা লিগায় আবার হোঁচট রিয়াল মাদ্রিদের
লা লিগায় দুঃসময় কাটছেই না রিয়াল মাদ্রিদের। সর্বশেষ দুটি ম্যাচে দাপুটে জয় দিয়ে কেবলই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু সেই সাফল্যের সুখস্মৃতি ফুরোতে না ফুরোতে আবার হোঁচট খেল রিয়াল। নিচের সারির দল লেভান্তের মাঠে খেলতে গিয়ে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালের তারকা খেলোয়াড়দের। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছে ২-২ ব্যবধানের সমতা নিয়ে।
ম্যাচে অবশ্য রিয়ালই এগিয়ে গিয়েছিল প্রথমে। ১১ মিনিটের মাথায় লেভান্তের জালে বল জড়িয়ে দিয়েছিলেন সার্জিও রামোস। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে খেলায় সমতা ফেরায় লেভান্তে। ৪২ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেন এমানুয়েল বোয়েটাং। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানের সমতা নিয়ে।
দ্বিতীয়ার্ধেও প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৮০ মিনিট পর্যন্ত ১-১ ব্যবধানের সমতার পর ৮১ মিনিটে গিয়ে রিয়ালের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন ইসকো। খেলার শেষমুহূর্তে এই গোলটি দেখে অনেকেই হয়তো রিয়ালের জয়ের আশা করেছিলেন। কিন্তু ৮৯ মিনিটের মাথায় রিয়াল সমর্থকদের হতাশ করেন জিয়াম্পোলো পাজ্জিনি। লেভান্তের এই ফরোয়ার্ডের শেষমুহূর্তের গোলেই শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে।
হতাশাজনক এই ড্রয়ের পর এবারের লা লিগার শিরোপা জয়ের আশা প্রায় শেষই হয়ে গেছে রিয়ালের। এখন প্রথম চারটি দলের মধ্যে থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করাটাই যেন বড় চ্যালেঞ্জ রিয়ালের জন্য।
২১ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল আছে চতুর্থ স্থানে। ৪০ ও ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও দ্বিতীয় স্থানের দখল নিয়েছে ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদ। আর অন্যদের চেয়ে বেশ খানিকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। ২১ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা।