অনন্য কীর্তিতে ভাস্বর মুমিনুল

সকালেই দারুণ একটি রেকর্ড গড়েছিলেন মুমিনুল হক। এক টেস্টের দুই ইনিংস মিলে সবচেয়ে বেশি রান করার। ব্যাট হাতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়ে দুপুরেই আরো একটি কীর্তি গড়লেন তিনি। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন তিনি। তাই প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি পারেননি এই রেকর্ড গড়তে।
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রানের একটি চমৎকার ইনিংস খেলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসেও বেশ উজ্জ্বল তিনি, ১০৫ রান করেন তিনি।
এর আগে ৬৭ জন ব্যাটসম্যান ৮৩ বার এমন কীর্তি গড়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আছেন ডন ব্র্যাডম্যান, ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, অরবিন্দ ডি সিলভা, ব্রায়ান লারা, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি ও হাশিম আমলা। এই তালিকায় যোগ হলেন বাংলাদেশি মুমিনুল!
এদিকে মুমিনুল ছাড়িয়ে গেছেন তামিমকেও। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের সঙ্গে প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে তামিম করেছিলেন ২০৬ রান। এক টেস্টে তাঁর সংগ্রহ ছিল ২৩১ রান। যা এত দিন বাংলাদেশের পক্ষে এক টেস্টে সবচেয়ে বেশি রান ছিল।
মুমিনুল প্রথম ও দ্বিতীয় ইনিংসে সবমিলিয়ে ২৮১ রান করেন।
এর আগে এক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন চার বাংলাদেশি। তার মধ্যে হাবিবুল বাশার দুবার, ২০০১ ও ২০০৪ সালে এই কীর্তি গড়েন। পরে সাকিব আল হাসান ও ইমরুল কায়েসও এমন রেকর্ড গড়েছিলেন। কিন্তু এর আগে দুই ইনিংসে কেউ সেঞ্চুরি করতে পারেননি। যা প্রথম করলেন মুমিনুল।
ব্যাট হাতে মুমিনুলের উজ্জ্বলতায় এদিন বাংলাদেশ দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। গত দুদিন সফরকারী দলটির বিপক্ষে অনেকটাই পিছিয়ে থাকা বাংলাদেশ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে মুমিনুলের সেঞ্চুরি ও লিটন দাসের ব্যাট হাতের দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫১৩ রান। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৭১৩ রান করে ২০০ রানের লিড নিয়েছিল।