নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে দলে ভিটোরি
প্রায় ১২ মাস অবৈধ বোলিং অ্যাকশনের জন্য দলের বাইরে ছিলেন জিম্বাবুয়ে জাতীয় দলের বাঁহাতি পেসার ব্রায়ান ভিটোরি। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন তিনি। আগামী সোমবার আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচটি ওয়ানডে ও দুইটি টি- টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তাতে ডাক পেয়েছেন ভিটোরি। ভিটোরি ছাড়াও দলে ফিরেছেন ব্যাটসম্যান রায়ান বার্ল যিনি ২০১৭ সালের জুলাইয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন।
দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে আসা এমপফু, রায়ান মুরে ও ব্রান্ডন মাভুতা।
ব্রায়ান ভিটোরির দলে অন্তর্ভুক্তিতে ভিটোরির পাশাপাশি জিম্বাবুয়ে দলের অধিনায়ক গ্রায়েম ক্রেমারও খুশি। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অধিনায়ক হিসেবে ভিটোরির দক্ষতায় আমি আনন্দিত। তিনি একজন দারুণ খেলোয়াড়। আমাদের দলের বোলিং অ্যাটাকে তিনি দারুণ প্রভাব রাখবেন। আমরা তাঁকে আবার মাঠে বিভিন্নমুখী বোলিং অ্যাকশনে দেখতে চাই।”
জিম্বাবুয়ে স্কোয়াড : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমোন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্রায়ান ভিটোরি, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজারাবানি, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।