পুত্র সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/05/photo-1517814835.jpg)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম পেলেন দারুণ খুশির খবর। ছেলের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের তারকা এই খেলোয়াড়। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা।
এক ফেইসবুক বার্তায় মাহবুব হামিদ লিখেছেন, “‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই ‘দাদা ভাই’, সকাল ৯টা ২৮ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভালো মানুষ করেন। আমিন!”
মুশফিকের বাবা হওয়ার খবর আগেই মিডিয়ায় চাউর হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরেই স্ত্রী কিফায়াত জান্নাত মন্ডিকে নিয়ে থাইল্যান্ডে ডাক্তার দেখাতে উড়াল দেওয়ার পর ই মিডিয়ার সামনে প্রকাশ পায় খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন মিস্টার ডিপেনডেবল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ব্যস্ত শিডিউলের কারণে পুত্র সন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি মুশফিক। সন্তান জন্ম নেওয়ার কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন মুশফিক।কিন্তু টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের হাতের ইনজুরির কারণে মুশফিকের ছুটির আবেদন বাতিল হয়ে যায়।অবশ্য প্রথম টেস্ট শেষ হওয়ার সাথে সাথেই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিমান ধরেছেন তিনি।