ঘরোয়া ক্রিকেটে সৌম্যর অলরাউন্ড নৈপুণ্য
সময়টা বলা চলে সৌম্য সরকারের একদম প্রতিকূলেই। জায়গা পাননি ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে। সেই জ্বালাটাই বোধহয় মেটালেন ঢাকা প্রিমিয়ার লিগের(ডিপিএল) প্রথম দিনে। উদ্বোধনী এই ব্যাটসম্যানের অপরাজিত ইনিংস আর দুই উইকেট শিকারের দিনে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
বোলারদের দুর্দান্ত বোলিংয়ে গাজী ক্রিকেটার্সকে ১৭৬ রানেই গুটিয়ে দেয় অগ্রণী ব্যাংক। জবাব দিতে নেমে সৌম্য আর রিফাত উল্লাহর অপরাজিত অর্ধশতকে ১১ ওভার আগেই জয় পেয়ে যায় দলটি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ছোট লক্ষ্য নিয়ে খেলতে নেমেও মাত্র ৩৮ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল অগ্রণী ব্যাংক। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার দায়িত্বটা এরপর চাপে সৌম্যের কাঁধে। তরুণ রিফাতকে সঙ্গে নিয়ে সৌম্য সেটা পালন করেছেন পুরোপুরোই।
এই দুজন ১৪০ রানের অপরাজিত জুটি গড়ে মাঠ ছেড়েছেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই। চারটি ছয় আর সাতটি চারে ৮৯ রানে অপরাজিত থাকা সৌম্যর একটা আক্ষেপ থাকতেই পারে। ১১ রানের জন্য দেখা পাননি শতকের। আরেকপ্রান্তে রিফাতের সংগ্রহ ছিল হার না মানা ৫৫ রান।
এর আগে অগ্রণী ব্যাংকের দারুণ বোলিংয়ের সামনে ২০০ রানের আগেই অলআউট হতে হয়েছে গেল ডিপিএলের শিরোপাধারী গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ম্যাচসেরা সৌম্য সরকার, আব্দুর রাজ্জাক আর আল আমিনের জোড়া উইকেটের দিনে শাহবাজ চৌহান নিয়েছেন তিন উইকেট।