দক্ষিণ আফ্রিকা শিবিরে ইনজুরির হানা

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ভারতের স্পিন ঝড়ের কাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দুই ম্যাচেই পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
তবে এখানেই দুঃসময়ের শেষ নয়, দলের নির্ভরশীল তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজ শুরুর আগেই এবি ডি ভিলিয়ার্স ছিটকে গেছেন তিন ম্যাচের জন্য। তিনি সিরিজ থেকে ছিটকে বাকিদের যেন ইনজুরির পথ দেখিয়ে দিয়ে গেলেন।
প্রথম ম্যাচে চোট পেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। সিরিজের বাকি ম্যাচে তাঁর ফেরা অনিশ্চিত। এবার ভিলিয়ার্স ও দু প্লেসির সঙ্গী হলেন কুইন্টন ডি কক। কব্জির চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার নির্ভরশীল এই ব্যাটসম্যান। দলের প্রথম সারির তিনজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামতে হবে স্বাগতিকদের।
অভিজ্ঞ অধিনায়ক দু প্লেসির জায়গায় প্রোটিয়াদের নেতৃত্বের ভার এসেছে আইদিন মার্করামের কাঁধে। সেই ভার তিনি কতটা বইতে পারবেন সেটাও দেখার বিষয়।
তবে দক্ষিণ আফ্রিকার কাছে সবচেয়ে চিন্তার বিষয় ভারতের লেগ স্পিন। প্রথম দুই ওয়ানডেতে যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব মিলে ১৩ উইকেট নিয়ে চিন্তার ছাপ ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা শিবিরে।
একে তো প্রথম সারির তিন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে, অন্যদিকে ভারতের লেগ স্পিনের ধকল সামলাতে না পারলে ম্যাচ হাতছাড়া হওয়ার পাশাপাশি হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।