মোহামেডানে খেলবেন স্পট ফিক্সিংয়ের নায়ক সালমান বাট

২০১০ সালে লর্ডস টেস্টের কুখ্যাত স্পট ফিক্সিং কেলেঙ্কারির নায়ক ছিলেন পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সালমান বাট। ক্রিকেট দুনিয়ায় ১০ বছর নিষিদ্ধও হন তিনি। অবশ্য পরে শাস্তি কমিয়ে পাঁচ বছর করা হয়। সেই সালমান বাট এবার এসেছেন বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে। বিতর্কিত এই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য গতকাল বাংলাদেশে এসেছেন সালমান। আজ দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। সব ঠিক-ঠাক থাকলে আগামীকাল বুধবার ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালে ঘরোয়া লিগে ফেরেন সালমান। এরপর থেকেই লড়াই চালাচ্ছেন জাতীয় দলে ফেরার। মূলত জাতীয় দলে ফেরার প্রস্তুতি হিসেবেই বাংলাদেশে খেলতে এসেছেন পাকিস্তানের সাবেক এই তারকা।
ক্রিকেট মাঠে নিষিদ্ধ থাকার পাশাপাশি অন্য শাস্তির মুখোমুখিও হতে হয় সালমান বাটকে। ক্রিকেটের গায়ে ফিক্সিংয়ের কলঙ্ক লাগানোর দায়ে ৩০ মাসের জেল হয় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের। ২০১২ সালের ২১ জুন ব্রিটেনে শাস্তি শেষে মুক্তি পান তিনি।