আফগানিস্তানের কাছে হার মানল জিম্বাবুয়ে
সময়টা খুব খারাপ যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সিরিজ থেকে খালি হাতেই ফিরতে হয় তাঁদের। এর পরই আরব আমিরাতে শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এই সিরিজ নিয়ে আশা দেখলেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছেন না ক্রেমাররা।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে জিম্বাবুয়ে। এই ম্যাচে জয়ের ফলে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান।
টসে হেরে ব্যাট করতে নেমে মিরে ও মাসাকাদজার ব্যাটিংয়ে জিম্বাবুয়ে শিবিরে আশা জাগে। কিন্তু তাদের ৫২ রানের জুটি ভেঙে গেলে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় দলটি। ইনিংসের শেষ দিকে ম্যালকম ওয়ালার ২৭ রান যোগ করলে ১২০ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
১২১ রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। মাত্র ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নবী।
আফগানদের পক্ষে ১৯ রানে তিন উইকেট নেন লেগ স্পিনার রশিদ খান। দুটি উইকেট নেন শারাফ উদ্দিন আশরাফ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবী, আফতাম আলম ও গুলবাদিন নায়েব। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান মোহাম্মদ নবী।