ঘরের মাঠে ক্যারিবীয়দের প্রথম দিবারাত্রির টেস্ট
ইংল্যান্ডে নিজেদের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার জেসন হোল্ডাররা নিজেদের মাটিতে খেলতে যাচ্ছেন প্রথম দিবারাত্রির টেস্ট। আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া কৃত্রিম আলোর নিচে সাদা পোশাকের লড়াইয়ে বার্বাডোজে ক্যারিবীয়দের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
৬ জুন থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। অবশ্য সেটি হওয়ার কথা ছিল ড্যারেন স্যামির নামে নামকরণ করা সেইন্ট লুসিয়ায়। আর কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় টেস্টটি। কিন্তু মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে রাতদিনের শেষ টেস্টের লড়াই হবে কেনসিংটনে।
শেষ ১০ বছরের মধ্যে লঙ্কান দলের এটাই হবে উইন্ডিজের মাঠে প্রথম সফর। আর সেই সফরেই দিনেশ চান্দিমালের দল সুযোগ পাচ্ছে গোলাপি বলের ক্রিকেটে মাঠে নামার। শেষ ২০০৮ সালের মার্চে ক্যারিবিয়ান সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের শতকে সেবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে টেস্ট জিতেছিল দলটি। তবে ক্রিস গেইলের দল দ্বিতীয় টেস্ট জিতে সিরিজটা শেষ করেছিল ১-১ সমতাতে।
সফর শুরুর এখনো বাকি অনেক দিন। তবে, স্বাগতিকরা কিন্তু সফরকারীদের সামনে একটা জায়গায় পিছিয়ে থেকেই শুরু করবে সিরিজ। মোট দুটি দিবারাত্রির টেস্টে অংশ নিলেও জয় আসেনি একটিতেও। অন্যদিকে গোলাপি বলে নিজেদের অভিষেক ও একমাত্র টেস্টে পাকিস্তানকে পরাজিত করেছে শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত কৃত্রিম আলোর নিচে ক্রিকেটাররা সাদা পোশাকের লড়াইয়ে নেমেছেন ১৫ বার। ২০১৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় দিনরাত্রির টেস্ট।