বিবেচনায় বেশ ভালোভাবেই আছেন রাজ্জাক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/07/photo-1517998842.jpg)
চট্টগ্রাম টেস্ট শুরুর তিন দিন আগে হুট করেই দলে ডাক পেয়েছিলেন তিনি। অবশ্য সুযোগ মেলেনি বেশ কিছুদিন দলের বাইরে থাকা আবদুর রাজ্জাক। এবার আলোচনা শুরু হয়ে গেছে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পাবেন এই বাঁহাতি স্পিনার? দলনায়ক মাহমুদউল্লাহ শোনালেন আশার কথা, টিম ম্যানেজমেন্টের বিবেচনায় রাজ্জাক আছেন ভালোভাবেই।
চট্টগ্রামের টেস্টের আগে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের আঙুলের চোট একটু বিপাকেই ফেলে দিয়েছিল বাংলাদেশকে। সাকিবের জায়গায় প্রায় বছর চারেক পর দলে ডাক পেয়েছিলেন বর্ষীয়ান স্পিনার।
রাজ্জাকের আগে সাকিবেরই বদলি হিসেবে ডাক পেয়েছিলেন আরো দুই স্পিনার—সানজামুল ইসলাম ও তানভীর হায়দার। অবশ্য নির্বাচকরা আস্থা রেখেছিলেন অভিষিক্ত সামজামুল ইসলামের ওপরই। সে আস্থার প্রতিদান দিতে পারেননি এই তরুণ স্পিনার। তাই দল থেকেও বাদ পড়েন তিনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছিল রাজ্জাকের প্রত্যাবর্তনের ব্যাপারে। দলপতি একাদশ নিয়ে তেমন কিছু বললেন না বটে। তবে জানালেন, রাজ্জাক আছেন তাঁদের বিবেচনায়, ‘তিনি আমাদের বিবেচনায় ভালোভাবেই আছেন। যদিও একাদশটা এখনো ঠিক হয়নি। টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর বোলিং কম্বিনেশন কী হবে, এ ব্যাপারে এখনো বলা যাচ্ছে না। তারপরও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা ভালো একটি কম্বিনেশন দাঁড় করাব।’
ওয়ানডেতে দেশের হয়ে প্রথম ২০০ উইকেট শিকার করা রাজ্জাকের টেস্ট ক্যারিয়ারটা অবশ্য খুব একটা সমৃদ্ধ নয়। ১২ টেস্টে ৬৭.৩৯ গড়ে তাঁর শিকার মাত্র ২৩ উইকেট। দিন কয়েক আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেট ঝুলিতে নিয়েছেন। এবার একাদশে সুযোগ পেলে কেমন করেন, সেটাই এখন দেখার। ঢাকা টেস্টের দলে অন্তর্ভুক্তি সে ক্ষেত্রে রাজ্জাকের জন্য হবে বড় একটা সুযোগ।