টি-টোয়েন্টি সিরিজেও নেই ম্যাথিউস

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। এর পরই টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দুই দল। দুই ম্যাচের এ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্যদের নাম ঘোষণা করে দেশটির বোর্ড।
দলের জন্য এবারও দুঃসংবাদ, নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস আসন্ন এই সিরিজে খেলতে পারছেন না। চোটের কারণে দীর্ঘ সময় দলের বাইরে এই ব্যাটসম্যান। প্রতিটি সিরিজের আগেই নির্বাচকদের প্রত্যাশা থাকে চোট কাটিয়ে দলে ফিরবেন তিনি। কিন্তু প্রতিবারই ম্যাথিউস হতাশ করেন তাঁদের।
দিনেশ চান্দিমালকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ও ১৮ ফেব্রুয়ারি সিলেটে দুটি টি- টোয়েন্টি খেলতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ।
শ্রীলঙ্কা দল : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপল থারাঙ্গা, ধানুশকা গুনাথিলকা, কুশাল পেরেরা, গুনারাত্নে, নিরোশান ডিকওয়ালা, দাসুন সানাকা, ইসুরু উদানা, শেসান মধুশঙ্কা, জেফ্রে ভান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপন্সো, জিভান মেন্ডিস ও আসিতা ফার্নান্দো।