কেমন হবে মিরপুরের উইকেট?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/07/photo-1518003732.jpg)
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দুই ইনিংসে রান করেছে ৮২০! শ্রীলঙ্কা এক ইনিংসেই ৭১৩! অবস্থা এমন হয়েছে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পায়নি। চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে রান উঠেছে মুড়ি-মুড়কির মতো। এমন ‘বাজে’ উইকেট নিয়ে সমালোচনাও কম হয়নি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমন ব্যাটিং স্বর্গ উইকেটের জন্য একটি ডিমেরিটস পয়েন্টও পেয়েছে।
আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগে আলোচনা শুরু হয়ে গেছে, কেমন হবে মিরপুরের উইকেট। তবে ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদুউল্লাহর কাছে উইকেট যেমনই হোক, জয়ের উদ্দেশ্য নিয়ে মাঠে নামতে চান তিনি।
আজ বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামব আমরা। আমাদের জেতার জন্য খেলতে হবে। চট্টগ্রামের মতো ঢাকাতে আমাদের ব্যাটসম্যানরা ইতিবাচক এবং আক্রমণাত্মক থাকবে। উইকেট দেখে মনে হচ্ছে শুকনো, এখানে আমরা ফল প্রত্যাশা করতেই পারি। এখানে স্পিনাররা সহায়তা পাবে।’
বাংলাদেশের টেস্ট ফরম্যাটকে স্পিন নির্ভর করার কথা আগেই বলেছিলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকার উইকেট স্পিনারদের জন্য সহায়ক হবে বলেই আগামীকাল একাদশে স্পিনারদের আধিক্য থাকতে পারে। সেক্ষেত্রে অলরাউন্ডার সাকিব আল হাসানের চোটের কারণে দলে চার বছর পর ডাক পাওয়া আব্দুর রাজ্জাকও মূল একাদশে নির্বাচকদের বিবেচনায় থাকতে পারেন।
চট্টগ্রামের মতো ফ্ল্যাট উইকেট থাকবে না মিরপুরে। তাই স্পিনারদের ফাঁদে না পড়ে রান তুলতে হলে বেশ দেখে-শুনেই খেলতে হবে ব্যাটসম্যানদের। চট্টগ্রামে ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ও আক্রমণাত্মক ছিল। একই মনোভাব ঢাকা টেস্টেও থাকবে বলে মনে করেন মাহমুদুউল্লাহ।
মাহমুদুউল্লাহ এ সম্পর্কে বলেন, ‘যতটুকু দেখেছি, পিচ শুষ্ক মনে হচ্ছে। সাধারণত আমরা ঢাকায় যে ধরনের উইকেট দেখতে পাই। বোলারদের জন্য উইকেটে কিছু না কিছু সহায়তা থাকেই। ত্রিদেশীয় সিরিজেও মোটামুটি সহায়তা ছিল বোলারদের জন্য। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। ব্যাটসম্যানদের পরিকল্পনা থাকা অনেক গুরুত্বপূর্ণ।’