কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/09/photo-1518145622.jpg)
প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে কোপা দেল রের ফাইনালের পথে একধাপ এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও জয় পেয়েছে কাতালানরা। প্রতিপক্ষের মাঠে গিয়ে এবার বার্সা জিতেছে ২-০ গোলের ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয় দিয়ে ফাইনালের টিকেটটাও কেটে ফেলেছে গতবারের শিরোপাজয়ীরা।
ভ্যালেন্সিয়ার মাঠে প্রথমার্ধটা কেটেছিল গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে দাপুটে নৈপুণ্য দেখাতে শুরু করে বার্সা। ৪৯ মিনিটে কাতালানরা পায় প্রথম গোল। লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে সেটি জালে জড়িয়ে দেন ফিলিপ্পে কুতিনহো। বার্সার জার্সি গায়ে এটাই ছিল ব্রাজিলিয়ান এই প্লেমেকারের প্রথম গোল। আর ৮২ মিনিটের মাথায় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইভান রাকিতিচ। এই গোলটিরও নেপথ্য কারিগর ছিলেন সুয়ারেজ।
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল বার্সেলোনা। আর সব মিলিয়ে বার্সা এবার খেলবে ৪০তম ফাইনাল। কিংস কাপ বলে পরিচিত এই প্রতিযোগিতার সত্যিকারের রাজাই যেন বার্সেলোনা। তাদের চেয়ে বেশি আর কেউই যেতে পারেনি এই টুর্নামেন্টের ফাইনালে। সবচেয়ে বেশি, ২৯ বার এই শিরোপাও জিতেছে বার্সেলোনা।
কোপা দেল রের অপর সেমিফাইনালে লেগানেসকে দুই লেগে মিলিয়ে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে সেভিয়া। আগামী ২১ এপ্রিল শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবে সেভিয়া ও বার্সেলোনা। সেখানে সেভিয়াকে হারাতে পারলে বার্সা জিতবে ৩০তম কোপা দেল রে শিরোপা। অন্যদিকে সেভিয়ার সামনে থাকবে ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি।