চোট কাটিয়ে ফিরেছেন ভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ ফর্মে আছে ভারত। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে কোহলি বাহিনী। দক্ষিণ আফ্রিকার এমন ব্যাকফুটে চলে যাওয়ার কারণ, দলের নির্ভরযোগ্য তিন ব্যাটসম্যানের ইনজুরি। তবে দক্ষিণ আফ্রিকার সমর্থকদের জন্য সুখবর যে, সিরিজের বাকি তিনটি ম্যাচে আবার মাঠে ফিরতে যাচ্ছেন এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।
সিরিজ শুরুর আগেই এবি ডি ভিলিয়ার্স ছিটকে গিয়েছিলেন তিন ম্যাচের জন্য। তিনি সিরিজ থেকে ছিটকে গিয়ে যেন বাকিদের দেখিয়ে দিয়েছিলেন ইনজুরির পথ।
প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি। সিরিজের বাকি ম্যাচে তাঁর ফেরা অনিশ্চিত। এরপর ভিলিয়ার্স ও দু প্লেসির সঙ্গী হয়েছিলেন কুইন্টন ডি কক। কব্জির চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার নির্ভরশীল এই ব্যাটসম্যান। দলের প্রথম সারির তিনজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমে তাই ভরাডুবি হয় স্বাগতিকদের।
ভারতের যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদপের লেগস্পিন-ঝড়ে দক্ষিণ আফ্রিকা কাবু হলেও আশার কথা হচ্ছে, সিরিজের চতুর্থ ম্যাচে চোট কাটিয়ে দলে ফেরার সম্ভাবনা রয়েছে অধিনায়ক ভিলিয়ার্সের। যদি ভিলিয়ার্সের খেলেন, তবে তিনি তিন নম্বরে ব্যাট করবেন এবং তিন নম্বরে ব্যাট করা ডুমিনি নেমে যাবেন চারে।
সিরিজ হার এড়াতে হলে সিরিজের চতুর্থ ম্যাচে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে।