ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের
লক্ষ্যটা বেশ বড়ই ছিল, ৩৩৯ রানের। হাতে ছিল দুই দিন সময়। তাই হয়তো অনেকেই আশাবাদী ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ে। না, বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটেও পারেননি নিজেদের নামের প্রতি সুবিচার করতে। চরম ব্যাটিং ব্যর্থতায় ঢাকা টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী। তারা ২১৫ রানের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেয় মাত্র ১২৩ রানে। কোনো ব্যাটসম্যানই পারেননি খুব একটা একটা প্রতিরোধ গড়তে। দলীয় মাত্র ৩ রানের মাথায় ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এই ধারাবাহিকতা ছিল পুরো ইনিংসেই।
মাঝে দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েস ও মুমিনুল হক ৪৬ রানের জুটি গড়েছেন ঠিক, কিন্তু খুব বেশিদূর যেতে পারেননি তারা। ইমরুল ফিরে যান ব্যক্তিগত ১৭ রানের মাথায়। কিছুটা আশা জাগিয়ে মুমিনুল হক (৩৩) শিকার হন হেরাথের। চট্টগ্রাম টেস্টে দারুণ খেলা লিটন দাস এ ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ২৫ রান করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১২।
অধিনায়ক মাহমুদউল্লহও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যক্তিগত ৬ রানের মাথায় আকিলা ধনঞ্জয়ার শিকার হয়ে সাজঘরে ফেরেন। কিছুটা আশা জাগিয়েও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ২৫ রান করে আউট হয়ে যান। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপর অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে।
দুই লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া ও রঙ্গনা হেরাথই মূলত বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ধনঞ্জয়া মাত্র পাঁচ ওভার বল করে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। আর হেরাথ ১১.৩ ওভারে ৪৯ রান খরচায় পেয়েছেন চার উইকেট।
এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ২২২ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১১০ রানে ইনিংস গুটিয়ে নিলে ১১২ রানের লিড পায় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশের দ্বিতীয় ইনিস : ২৯.৩ ওভারে ১২৩ (তামিম ২, ইমরুল ১৭, মুমিনুল ৩৩, মুশফিক ২৫, লিটন ১২, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১, মিরাজ ৭, রাজ্জাক ২, তাইজুল ৬, মুস্তাফিজ ৫*। ধনঞ্জয়া ২৪/৫, হেরাথ ৪৯/৪ ও পেরেরা ৩২/১)।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস : ৭৩.৫ ওভারে ২২৬ (করুনারত্নে ৩২, মেন্ডিস ৭, ধনঞ্জয়া ২৮, গুনাথিলাকা ১৭, চান্দিমাল ৩০, সিলভা ৭০*, ডিকভেলা ১০, দিলরুয়ান ৭, ধনঞ্জয়া ০, লাকমল ২১। রাজ্জাক ৬০/১, মুস্তাফিজ ৪৯/৩, তাইজুল ৭৬/৪, মিরাজ ৩৭/২)।
বাংলাদেশের প্রথম ইনিংস : ১১০
শ্রীলঙ্কার প্রথম ইনিংস : ২২২
ফল : শ্রীলঙ্কা ২১৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ : রোশান সিলভা