জিততে পারবে বাংলাদেশ?
মিরপুরের মাটিতে শ্রীলঙ্কা বাংলাদেশের দিকে লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ৩৩৯ রানের! রানটা কি বাংলাদেশের জন্য খুব বেশি হয়ে গেল? বাংলাদেশ কেন, যেকোনো দলের জন্যই মিরপুরের মাটিতে এই রান বড়তি বোঝা হয়ে দাঁড়াবে। কারণ এর আগে তিনশ বা তার বেশি রান তাড়া করে মিরপুরের মাঠে কোনো দলই জিততে পারেনি। সে হিসেবে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া এই রান বাংলাদেশের জন্য বাড়তি চাপই বলা যায়।
তবে নিজেদের মাটিতে বাংলাদেশ বরাবরই ফেবারিট, আত্মবিশ্বাসীও বটে। আত্মবিশ্বাসের সেই সুর শোনা গেল মিরপুর টেস্টে প্রথম ইনিংসে একমাত্র প্রতিরোধ গড়া মেহেদী মিরাজের কণ্ঠে। তিনি মনে করেন দলের প্রতিটা সদস্য আত্মপ্রত্যয়ী। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অবশ্য প্রথম ইনিংসে বাংলাদেশের ১১০ রানে অলআউট হয়ে যাওয়াটাকে দুর্ঘটনা হিসেবেই চালিয়ে দেওয়া যায়। কারণ এর আগে মিরপুরের মাঠে এত কম রানে কোনো দল অলআউট হয়নি।
এই দুর্ঘটনা বাদ দিলে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্রুত তামিম এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেও বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার মতো ব্যাটসম্যান এখনো আছে। মুমিনুল দক্ষ একজন টেস্ট খেলুড়ে ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহও রান করার সামর্থ্য রাখেন। দেখে-শুনে খেললেও বাংলাদেশের জন্য এই রান টপকানো শুধু সময়ের ব্যাপার মাত্র।
বাংলাদেশের সামনে এখনো দুটো দিন আছে, হাতে আট উইকেট। শুধু একটু দেখে-শুনে লঙ্কান বোলারদের সামলাতে পারলেই এই রান টপকেও ইতিহাস গড়বে বাংলাদেশ।