আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের অসহায় আত্মসমর্পণ
আফগানিস্তান ক্রিকেট দল যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ আরো একবার দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে ২-০ তে জিতেছিল তারা। এবার ওয়ানডেও জয় দিয়ে শুরু করে আসগর বাহিনী। রহমত শাহর ব্যাটিং এবং রশিদ খানের বোলিংয়ের ওপর ভর করে ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান।
গতকাল শুক্রবার শারজায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ইহসানউল্লাহ দুর্দান্ত শুরু করেন। তাঁরা জুটি গড়েন ৯০ রানের। অবশ্য আসল কাজটি করেন রহমত শাহ। তাঁর ব্যাট থেকে আসে ইনিংস সেরা ১১৪ রান। ১১০ বলে ১১৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।
এছাড়া ওপেনার ইহসানউল্লাহও দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নেন। তাঁদের দুজনের ব্যাটিংয়ে ভর করে আফগানিস্তান ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৩ রানের বড় সংগ্রহ পায়।
জবাবে ব্যাট করতে নেমে রশিদ খানের বোলিং নৈপুণ্যে খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। এসএফ মিরে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করলেও ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নিলে ক্রিস অরভিনের ৩৪ রান ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ১৭৯ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাই ১৫৪ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ রশিদ ২৬ বলে চার উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ে শিবিরে ধস নামান।