ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বয়স প্রতারণার অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/10/photo-1518245348.jpg)
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিতেছে ভারতের যুব দল। ভালো নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন ভারতের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। একটু বেশিই উচ্ছসিত ছিলেন বোধহয় অনুকূল রায়। কারণ যুব বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি ছিলেন শীর্ষে।
তবে অনুকূলের সুখের সময়ে কাঁটা হয়ে বিঁধল তাঁর বিরুদ্ধে আনা বয়স প্রতারণার অভিযোগ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহারের সম্পাদক আদিত্য ভার্মা অনুকূল রায়কে উদ্দেশ করে ভারতের ক্রিকেট বোর্ডের বর্তমান সম্পাদক অমিতাভ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
ব্যাটসম্যান মানজোট কারলাকেও বয়সের ব্যাপারে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অবশ্য বর্তমানে হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফিতে খেলতে থাকা বাঁহাতি স্পিনার রায় নিজের প্রতি আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “আমার এই অভিযোগ সম্পর্কে কোনো ধারণা নেই, এমনকি কোনো অভিজ্ঞতাও নেই।’
ভার্মা আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রশাসনিক চেয়ারম্যান বিনোদ রায়কে একটি লিখিত অভিযোগ করেছেন যাতে বিষয়টি তাঁদের নজরে পড়ে। তিনি অভিযোগে লিখেছেন, ‘২০১৭ সালে ভারতের ক্রিকেট বোর্ডের বয়স প্রমাণের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে ব্যর্থ হন অনুকূল রায়।’
অনুকূল ব্যাপারটি অস্বীকার করে বলেন, ‘আমাকে আগে থেকে এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। আমি সফলভাবে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েই নির্বাচিত হয়েছি।’
অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার রাজেশ ভার্মা আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘অনুকূল গত বছর এশিয়া কাপের স্কোয়াডে ছিল, যদিও সে খেলেনি। তাহলে অভিযোগটা তখন ওঠেনি কেন?’ তিনি আরো বলেন, ‘বয়সের প্রমাণপত্র প্রতি বছর দিতে হয় না। এটা কেবল অনূর্ধ্ব-১৬ দল নির্বাচনের সময় কাজে লাগে। অন্য সময়ে এর দরকার হয় না।’