ওয়াসিমকে ছাড়িয়ে হেরাথের নতুন রেকর্ড
তাঁকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বললে ভুল বলা হবে না। বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে একের পর এক নতুন উচ্চতায় উঠছেন রঙ্গনা হেরাথ। ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান তাইজুল ইসলামকে আউট করে লঙ্কান এই স্পিনার ছাড়িয়ে গেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁহাতি বোলারদের মধ্যে এখন হেরাথই আছেন শীর্ষস্থানে।
ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হেরাথ কোনো উইকেটই পাননি। কিন্তু আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসেন হেরাথ। একাই চার উইকেট তুলে নিয়ে ধ্বস নামান টাইগার ব্যাটিং লাইন আপে। তাঁর দারুণ বোলিংয়ে ভর করে দুদিন হাতে রেখেই শ্রীলঙ্কা জিতে নিয়েছে ম্যাচ, সেই সাথে সিরিজও।
দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত একটি অর্জনও হয়েছে হেরাথের। চার উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। এত দিন পর্যন্ত টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম। ওয়াসিমের রেকর্ডে ভাগ বসানো নয়, রেকর্ডটি নিজের করে নিয়েছেন হেরাথ।
ওয়াসিম ৪১৪ উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। তাইজুল ইসলামকে ফিরিয়ে ওয়াসিম আকরামের রেকর্ডকে ছাড়িয়ে যান হেরাথ। ৪১৫ উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড এখন তাঁর দখলে।
হেরাথের টেস্ট অভিষেক হয় ১৯৯৯ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ পর্যন্ত ৮৯টি টেস্টে ১৬২ ইনিংসে বোলিং করেছেন এই বাঁহাতি স্পিনার। তুলে নিয়েছেন ৪১৫টি উইকেট।