যেভাবে দলে ডাক পেলেন পাঁচ তরুণ

ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের লড়াই আপাতত শেষ। লাল-সবুজের দলের এবারের মিশন টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে বড় চমক, পাঁচজন নতুন মুখ নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কীভাবে নির্বাচকদের নজর কাড়লেন এই পাঁচ তরুণ?
গত বিপিএলে দারুণ নৈপুণ্য দেখানো তরুণ ক্রিকেটাররাই অগ্রাধিকার পেয়েছেন এই দলে। আরিফুল ইসলাম, জাকির হোসেন, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি ও মেহেদী হাসান এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। আর পেসার আবু হায়দার রনি ফিরছেন প্রায় দুই বছর পর।
গত বিপিএলে সেরা ১০ বোলারের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন আবু জায়েদ রাহি। খুলনা টাইটানসের হয়ে ১২ ইনিংসে ২০.৩৮ গড়ে রাহির সংগ্রহ ছিল ১৮ উইকেট। ২০১৬-১৭ বিপিএলেও মাত্র ১৪.১১ গড়ে ঢাকা ডাইনামাইটসের রাহি তুলে নিয়েছিলেন ৯ উইকেট।
লোয়ার অর্ডারে মারমুখী একজন ব্যাটসম্যানের অভাবটা সব সময়ই ভুগিয়েছে বাংলাদেশকে। তবে বিপিএলের মঞ্চে আরিফুল হকের ব্যাটিং বাংলাদেশকে একটু হলেও স্বস্তি এনে দিয়েছে। রাজশাহী কিংসের বিপক্ষে আরিফুল দুর্দান্ত এক ইনিংস খেলেই নিজেকে নিয়ে এসেছিলেন আলোচনায়। তাঁর অপরাজিত ৪৩ রানের ইনিংস জয় এনে দেয় খুলনাকে ।
বিপিএলের মঞ্চে আফিফ হোসেন নিজের নামটা উজ্জ্বল করেছেন একদম প্রথম ম্যাচটাতেই। ডানহাতি অফস্পিনে রাজশাহীর কিংসের হয়ে আফিফ নিয়েছিলেন পাঁচ উইকেট। বিপিএল অভিষেকে এর আগে কেউ পাঁচ উইকেটের দেখা পায়নি। অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক ব্যাট হাতে অনবদ্য ছিলেন বিপিএলের গত আসরেও। সাথে যুব বিশ্বকাপে চার অর্ধশতক আর ৮ উইকেট নিয়ে এই অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সেরা পারফর্মার।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ডানহাতি অফস্পিনে নজর কেড়েছেন মেহেদি হাসান। ফলস্বরূপ, ডাক পেয়ে গেলেন লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির দলে। দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে জাকির হাসান আলোচনায় ছিলেন বিপিএল চলাকালীনই। স্টাইলিশ ব্যাটিংয়ে বড় বড় ছয় হাঁকাতে ভীষণ পারঙ্গম জাকিরও আছেন প্রথম টি-টোয়েন্টির দলে।
প্রাথমিক দলে ডাক পেয়েই হয়তো খুশিতে আত্মহারা হয়ে উঠছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা। এখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তাদের মধ্যে কয়জনের আন্তর্জাতিক অভিষেক হবে, বা আদৌ হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।