স্বাধীনতা কাপে নতুন চ্যাম্পিয়ন আরামবাগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/10/photo-1518267354.jpg)
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। আসরের অন্যতম ফেভারিট চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে আসরের শিরোপা জিতে মারুফুল হকের দল। শুধু এই আসরেই নয়, ঢাকার ঘরোয়া ফুটবলেও এটি তাদের প্রথম শিরোপা।
আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আরামবাগের জয়ের নায়ক আরিফ ও রকি।
ম্যাচের ২০ মিনিটেএগিয়ে যায় আরামবাগ। মিডফিল্ডার শাহরীয়ার বাপ্পীর ক্রসে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন আরিফ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণও করে ফেলে ঢাকা লিগের অন্যতম পুরনো ক্লাবটি। জুয়েলের বাড়ানো ক্রস ধরে ডিফেন্ডার রকি আলতো টোকায় জালে পাঠাতে একটুও ভুল করেননি।
অবশ্য গোল করার মতো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনীও, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। বিশেষ করে ৩৮ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের কর্নারে আরামবাগ গোলরক্ষক আজম খানবাধা হয়ে দাঁড়ান, তিনি ফিস্ট করে বিপদমুক্ত করেন।
৬৪ মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ বক্সের সামনে দারুণ সুযোগ পেয়েও জালে জড়াতে পারেননি বল, এখানেও বাধা হয়ে দাঁড়ান আরামবাগ গোলরক্ষক। তাই চট্টগ্রাম আবাহনীকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়।
আসরের আরেক ফেভারিট শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালে উঠেছিল আরামবাগ। পুরো আসরে চমক দেখানো দলটি সে ধারাবাহিকতা ধরে রাখে ফাইনালেও। আসরের সাবেক চ্যাম্পিনদের হারিয়েই শিরোপা ঘরে তুলে নেয় তারা।