সিরিজ হেরে রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ভালো খেলার আত্মবিশ্বাস সঙ্গে থাকায় টাইগার শিবিরে প্রত্যাশা ছিল, ঢাকায় দ্বিতীয় টেস্টে জয় তুলে নিতে পারবে মাহমুদুল্লাহর দল।
ঢাকায় দ্বিতীয় টেস্ট জিতলে বাংলাদেশের সামনে ছিল আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর দারুণ সুযোগ। কিন্তু ঢাকা টেস্টে জয় তো দূরের কথা, উল্টো ২১৫ রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। প্রত্যাশা ছিল, ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে র্যাংকিংয়ের ৮ নম্বরে জায়গা করে নেওয়া, কিন্তু দ্বিতীয় টেস্টে হেরে উল্টো ১ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭২। দ্বিতীয় ম্যাচ হেরে রেটিং পয়েন্ট এখন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১ পয়েন্ট কম। বর্তমানে বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাংকিংয়ে নবম স্থানে রয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কার র্যাংকিংয়ে কোনো পরিবর্তন না এলেও তাদের রেটিং পয়েন্ট বেড়েছে। সিরিজের আগে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থান নিয়ে তাদের রেটিং পয়েন্ট ছিল ৯৩, যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫।