নেইমারকে মাদ্রিদে চান মার্সেলো
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন—এমন আলোচনার ঝড় বইছে অনেক দিন ধরেই। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থ মার্সেলো। রিয়ালের এই লেফটব্যাক মনে করেন, সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।
গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। এখন এই ব্রাজিলীয় তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
ব্রাজিল ও রিয়ালের রক্ষণভাগ সামলানো মার্সেলোও আশা করছেন, তাঁর সতীর্থ আবার ফিরবেন স্পেনের ফুটবলে। তবে সেটা রিয়াল মাদ্রিদের হয়েই। স্প্যানিশ এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার রিয়ালের জন্য ফিট কি না, এই প্রশ্নের জবাবে আমি বলব—অবশ্যই সে ফিট। সে আমাদের দলে যোগ দিলে দারুণ হবে। আমার মতে, সেরা খেলোয়াড়মাত্রই সান্তিয়াগো বার্নাব্যুর হয়ে খেলতে চাইবে। রিয়াল মাদ্রিদের হয়ে নেইমার একদিন মাঠে নামবেই।’
গত ডিসেম্বরে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আগ্রহ প্রকাশ করেন নেইমারকে রিয়াল শিবিরে ভেড়াতে। রোনালদো-মেসি দ্বৈরথ পরবর্তী সময়ে ফুটবল বিশ্বে নেতৃত্বটা দেবেন নেইমার এমনটাও বলেছেন পেরেজ, ‘রিয়ালে এলে নেইমারের ব্যালন ডি’অর পাওয়া আরো সহজ হবে। বড় খেলোয়াড়দের প্রয়োজন রিয়াল বোঝে।’
নেইমার পিএসজির হয়ে ২৭ ম্যাচে ২৮ গোল করেছেন। তবে নেইমার রিয়ালে আসুক বা না আসুক, ১৪ ফেব্রুয়ারিতে তাঁর জাতীয় দলের সতীর্থ মার্সেলোর মুখোমুখি হতে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। মার্চে দ্বিতীয় লেগের ম্যাচটা গড়াবে পিএসজির ঘরে।