রাজস্থান রয়্যালসে ফিরছেন ওয়ার্ন

আইপিএলের উদ্বোধনী আসরে শিরোপা জিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সে সময় দলটির নেতৃত্বে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্ন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে দলটির সঙ্গে ছিলেন এই অসি কিংবদন্তি।
এবারের মৌসুমে আবার ওয়ার্ন ফিরে এসেছেন রাজস্থান রয়্যালসে। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, পরামর্শক হয়ে। দলটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আইপিএলে দলের পরামর্শক হয়ে কাজ করবেন সাবেক এই স্পিনার।
স্বয়ং ওয়ার্ন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এক টুইট বার্তার মাধ্যমে। টুইটে ওয়ার্ন লেখেন, ‘এ বছর রাজস্থান রয়্যালসের পরামর্শক হিসেবে যোগ দিতে পেরে খুবই আনন্দিত।’
এ ব্যাপারে ওয়ার্ন বলেন, ‘আমি আবার রাজস্থান রয়্যালসে ফিরে যেতে পেরে আনন্দিত। আমার ক্যারিয়ারে দারুণ সময় পার করেছি রাজস্থানে। ফ্রাঞ্চাইজি এবং রয়্যালসের ভক্তদের ভালোবাসায় আমি সিক্ত। জীবনীশক্তিতে ভরপুর তরুণ একটা দল পেয়েছি। এদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’
রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার মনোজ বাদালে বলেছেন, ‘আমরা শেন ওয়ার্নকে রয়্যালসে স্বাগত জানাই। তিনি ক্রিকেটের একজন কিংবদন্তি এবং এই দলে তাঁর অবদান অসামান্য।’