কোয়ার্টার ফাইনালের পথে ম্যানচেস্টার সিটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/14/photo-1518579230.jpg)
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা এগিয়ে আছে ১৬ পয়েন্টের ব্যবধানে। ঘরোয়া লিগের দারুণ এই ফর্ম চ্যাম্পিয়নস লিগেও টেনে এনেছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের লড়াইয়ে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলকে ৪-০ গোলে হারিয়েছে গার্দিওলার শিষ্যরা। প্রথম লেগের ম্যাচে বড় এই জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকখানিই এগিয়ে গেছে ম্যানসিটি।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ৪-০ গোলের বিশাল জয় পাওয়ায় কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিতই বলা চলে ম্যানচেস্টার সিটির। ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে নির্বিঘ্নেই শেষ আটে চলে যাবে ব্লুরা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যানসিটির মাঠে গিয়ে পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে বাসেলকে।
প্রথম লেগের ম্যাচে প্রথমার্ধেই জয়ের কাজটা সেরে ফেলেছিল ম্যানসিটি। ১৪ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ইকে গুনডোগান। চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন বার্নার্দো সিলভা। ২৩ মিনিটে বাসেলের জালে আরেকবার বল জড়ান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিশ্চিতই হয়ে গিয়েছিল ম্যানসিটির। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় দলের পক্ষে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন গুনডোগান।
আগামী ৭ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানসিটি ও বাসেল।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছে জুভেন্টাস ও টটেনহাম। ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ইতালি ও ইংল্যান্ডের অন্যতম সেরা দুই ক্লাব।