দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় ভারতের
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের ছয় ম্যাচের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেছিল ভারত। তবে চতুর্থ ওয়ানডে জিতে সিরিজে ফেরার ইঙ্গিত দিয়েছিল মার্করামের দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ রক্ষা হলো না। এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের মাটিতে সিরিজ হেরে বসেছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারই প্রথমবারের মতো ভারত জিতেছে কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছিল ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা মিলে গড়েন ৪৮ রানের জুটি। ব্যক্তিগত ৩৪ রান করে ধাওয়ান ফিরে যান। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন রোহিত। ৩৬ রান করে অধিনায়ক সাজঘরে ফিরে গেলেও ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি এনগিডি ৪ উইকেট তুলে নিয়ে ভারতীয় শিবিরে চিন্তার ছাপ ফেললেও শেষ পর্যন্ত ২৭৪ রানের বড় সংগ্রহ পায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের মতো শুরুটা ভালো করলেও ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। আমলা ও অধিনায়ক মার্করাম দুজন মিলে ৫২ রানের জুটি গড়েন। ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ ৩২ রানে মার্করামকে ফিরিয়ে দিলে এরপর হাশিম আমলা ও ডেভিড মিলারের ৬২ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরায়। মিলার ফিরে গেলে দক্ষিণ আফ্রিকার একমাত্র আশার আলো দেখান আমলা। শেষ সময়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র উজ্জ্বল মুখ ছিলেন ক্লাসেন। তবে তাঁর ৩৯ রানের লড়াকু ইনিংসটা প্রোটিয়াদের হারের ব্যবধানই শুধু কিছুটা কমাতে পেরেছে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ২০১ রানে। ফলে ভারত ৭৩ রানের বড় ব্যবধানে জয় পায়। ভারতের পক্ষে চারটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদপ।
এই ওয়ানডে জিতে সিরিজে ৪-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। আগামী শুক্রবার সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।