চার নতুনের কেতন উড়ে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/15/photo-1518695474.jpg)
শঙ্কার কালো মেঘটা দেখা দিয়েছিল গত পরশু থেকেই। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারবেন কি না, তা নিয়ে। শেষ পর্যন্ত তামিম খেলতে না পারলেও অভিজ্ঞ মুশফিক সব শঙ্কা উড়িয়ে দিয়ে ঠিকই একাদশে রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই বিষয়টির চেয়েও বেশি আলোচনা হচ্ছে চার তরুণ ক্রিকেটারের অভিষেক নিয়ে।
মারদাঙ্গা ব্যাটিংয়ে দারুণ পোক্ত জাকির হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে মুশফিকের জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে নিশ্চয়ই নিজের সামর্থ্যে প্রমাণ দেবেন এই আশায় উদ্বোধনীতে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। শুরুটাও বেশ দারুণ করেছেন তিনি, কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ১০ রানে ফিরে যান তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের সঙ্গে আফিফ হোসেন দুর্দান্ত ছিলেন বিপিএলেও। খুলনা টাইটানসের হয়ে ব্যাটে পেয়েছিলেন রান। বিপিএল অভিষেকে দেখা পেয়েছেন পাঁচ উইকেটের। সিরিজের প্রথম ম্যাচে আফিফও একাদশে জায়গা করে নিয়েছেন।
বিপিএলে দারুণ নৈপুণ্য দেখানো আরিফুল ইসলামেও টিম ম্যানেজমেন্টের আস্থা কুঁড়িয়ে একাদশে জায়গা করে নেনে। শেষদিকে আরিফুলের ব্যাটের ঝড়ে মুগ্ধতার কথা জানিয়েছেন তামিম ইকবালও।
সাকিব আল হাসানের বদলে দলে জায়গা পাওয়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামও একাদশে সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার এবার আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করেন সেটাই এখন দেখার।