ম্যাচ হেরে রেফারির দিকে তোপ দাগছে পিএসজি
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে হারার কারণ হিসেবে বাজে রেফারিংকে দায়ী করেছেন পিএসজির কোচ উনাই এমেরি। প্রথমে পিএসজি গোলে এগিয়ে থাকলেও রেফারির দেওয়া পেনাল্টি নিয়ে অভিযোগ পিএসজি কোচের।
এ ব্যাপারে কোচ বলেন, ‘মাঠে রেফারির সিদ্ধান্তগুলো বিতর্কিত ছিল। তিনি আমাদের কোনো সাহায্যই করেননি। আমাদের ভালো খেলার সময় তিনি দিয়েছেন এক বিতর্কিত পেনাল্টি। তা থেকেই সমতায় ফেরার পাশাপাশি ওরা ম্যাচে ফেরার শক্তি খুঁজে পেল। আবার যখন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে, তখন ওরা ২-১ করে ফেলল। কিন্তু গোলের আগে সম্ভবত ফাউল হয়েছিল। এরপর তো তৃতীয় গোল হলো।’
পিএসজি কোচ তাঁদের পক্ষে একটা পেনাল্টিও দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘রেফারির মনোভাব দেখে মনে হয়েছে তিনি রিয়ালের পক্ষেই বাঁশি বাজাচ্ছিলেন। একবার রামোসের হাতে বল লেগেছে। রেফারির উচিত ছিল বাঁশি বাজানো। এ ফল আমাদের প্রাপ্য নয়। ছেলেরা ভালো খেলে বাজে ফল পেয়েছে। ম্যাচের ফলাফল দিয়ে মাঠের অবস্থা বোঝা সম্ভব না। অন্য রেফারি থাকলে ফলাফলটাও অন্যরকম হতে পারত।’
চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করতে হলে আগামী ৬ মার্চ ঘরের মাঠে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে পিএসজিকে।