জয় অব্যাহত রূপগঞ্জের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/15/photo-1518711917.jpg)
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২৪ রানে হরিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
আব্দুল মজিদের সেঞ্চুরির ওপর ভর করে রূপগঞ্জ প্রথমে ব্যাট করতে নেমে ২৩৯ রান গড়ে। জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস গুটিয়ে যায় ২১৫ রানে।
রূপগঞ্জের হয়ে উদ্বোধনীতে ব্যাট করতে নামা মজিদ ১২২ বলে ১১০ রানের চমৎকার ইনিংস খেলে দলের বড় সংগ্রহ গড়ে দিতে রাখেন মূল্যবান অবদান। তিনি আটটি ছক্কা ও চারটি চারে এই ইনিংস সাজান।
অধিনায়ক নাঈম ৭৯ বলে ৫১ রান করেন। আর নাজমুল হোসেন মিলন করেন অপরাজিত ২৬ রান। দেলোয়ার হোসেন ৪০ রানে তিন উইকেট নেন প্রাইম ব্যাংকের হয়ে।
এই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। আল আমিন জুনিয়র ৬৮ রান করে দলের হারের ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি। জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শহীদ এবং স্পিনার আসিফ ও মোশাররফ তিনটি করে উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান।
লিগে এটি রূপগঞ্জের টানা দ্বিতীয় জয়। এর আগে গত ম্যাচে তারা মোহামেডানকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর :
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৫০ ওভারে ২৩৯/৬ (মজিদ ১১০, আসলাম ২৩, নাঈম ৫১, নাজমুল ২৬*। দেলোয়ার ৪০/৩, শরিফুল ৫৩/১, নাহিদুল ৩৮/১)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৪৮.২ ওভারে ২১৫ (শানাজ আহমেদ ৪০, মেহরাব জুনিয়র ২১, আল আমিন ৬৮, নাহিদুল ৩২। শহীদ ৩২/৩, আসিফ ৪৭/৩, মোশাররফ ৫৯/৩)
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আব্দুল মজিদ।