আইপিএলে কবে মুখোমুখি হবেন সাকিব-মুস্তাফিজ?
আইপিএলে দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এ বছর তাঁকে দলে রাখেনি কেকেআর। তবে বাংলাদেশের অধিনায়ককে দুই কোটি রুপিতে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। যেখানে দুই মৌসুম কাটিয়েছেন বাংলাদেশের বর্তমান সেনসেশন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।
সাকিবের পাশাপাশি মুস্তাফিজ এবার আইপিএল খেলবেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। গত দুই মৌসুম হায়দরাবাদ দলে থাকলেও এবার মুস্তাফিজকে দলে রাখতে আগ্রহ দেখায়নি দলটি। তবে দুই কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।
এদিকে, ২০১৮ আইপিএলের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৭ এপ্রিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। এবারের আইপিএলে সাকিব ও মুস্তাফিজকেও পরস্পরের মুখোমুখি হতে হবে দুবার। সাকিব-মুস্তাফিজ একাদশে থাকলে আগামী ১২ ও ২৪ এপ্রিল দুজন দুজনের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন।
১২ এপ্রিল সাবেক ক্লাব হায়দরাবাদের মাঠে গিয়ে খেলতে হবে মুস্তাফিজকে। আর ২৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের মাঠে গিয়ে খেলবে সাকিবের হায়দরাবাদ।