২০১৯ বিশ্বকাপে চোখ সুরেশ রায়নার
ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেয়েছেন। উচ্ছ্বসিত রায়না মনে করেন, এই সিরিজ তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে সহায়তা করবে। স্কোয়াডে ডাক পেয়েই রায়নার চোখ এখন ২০১৯ সালের বিশ্বকাপের দিকে। রায়না মনে করেন, ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাঁকে ভারতের ওয়ানডে দলে জায়গা পেতে সাহায্য করবে।
২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন রায়না। সেই ম্যাচে মাত্র ১২ রান করেন তিনি। এরপর দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে এই তরুণ খেলোয়াড়। এই টি-টোয়েন্টি সিরিজ তাঁর জন্য বাঁচামরার লড়াই কি না—এমন প্রশ্নের জবাবে বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘অবশ্যই। আমার মনে হচ্ছে, আমি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছি। আমি গত দুই বছর ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। যখন আমি জাতীয় দলের জার্সি দেখলাম, এটা আমার জন্য আবেগের ছিল। কারণ, এটা অনেক দিনের পরিশ্রমের ফল। সামনের তিনটি ম্যাচই (টি-টোয়েন্টি) আমার জন্য গুরুত্বপূর্ণ। যে সুযোগ পেয়েছি, ভালোভাবে কাজে লাগাতে চাই।’
সুরেশ রায়না ২০০৫ সালে ভারতের হয়ে ওয়ানডে দলে অভিষিক্ত হয়েছেন। পরের বছরই টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। ২০১৫ সালে বাজে পারফরম্যান্সের জন্য টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েন তিনি। ভারতের হয়ে রায়না ১৮টি টেস্ট, ২২৩টি ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন।