অপরিবর্তিত দল নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ
সাকিব আল হাসানকে নিয়ে সংশয়টা ছিল টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগ থেকেই। প্রথম ম্যাচের দলে থাকলেও নিয়মিত অধিনায়ককে শেষ পর্যন্ত ছিটকে যেতে হয় চোট থেকে সেরে না ওঠায়। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির দলেই নেই বিশ্বসেরা অলরাউন্ডার। ১৬ সদস্যের দল রয়েছে অপরিবর্তিতই।
সাকিবকে দলের বাইরে রেখেই দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের অনিশ্চয়তায় সুযোগ পাওয়া মোহাম্মদ মিথুন রয়ে গেছেন স্কোয়াডে। টেস্টের মত বিশ ওভারের সিরিজেও দুই ম্যাচেই অধিনায়কত্ব করছেন মাহমুদউল্লাহ।
ছয় নতুন মুখের ছয়জনই টিকে গেছেন সিলেটে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা দ্বিতীয় ম্যাচের দলে। তবে তামিমের অবস্থার উন্নতি হওয়ায় এই ম্যাচে নাও দেখা মিলতে পারে জাকির হোসেনের।
আঙুলের সেলাই কাটা হলেও সুস্থ হতে সাকিবের লেগে যাবে সপ্তাহখানেক। তাই পুরো সিরিজেই অনুপস্থিত থাকছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। নাজমুল হাসান অপু আবার মাঠে নামছেন সেই নিশ্চয়তাও মিলে গেল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে রেকর্ড গড়েই হারিয়েছে লঙ্কানরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ সিরিজে সমতা আনার লড়াইয়ে রোববার মাঠে নামছে সফরকারীদের বিপক্ষে। বিকেল পাঁচটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিথুন।