দলের সাথে যোগ দিতে নিউজিল্যান্ডে স্টোকস

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের অবস্থা তথৈবচ। তিন ম্যাচে মাঠে নেমে ইংলিশদের পরাজয় তিনটিতেই। এমন সময়েই নিউজিল্যান্ডে পৌঁছলেন অলরাউন্ডার বেন স্টোকস। তবে টি-টোয়েন্টিতে থাকছেন না এই অলরাউন্ডার। আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়েই ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামবেন স্টোকস।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩.২০ মিনিটে অকল্যান্ডে পা রাখেন বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের বাইরে থাকা স্টোকস। ডেভিড উইলি এবং লিয়াম প্ল্যাংকেট বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাগত জানান সতীর্থকে।
প্রায় পাঁচ মাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন স্টোকস। চলমান ‘ট্রান্স-তাসমান টি-টোয়েন্টি ট্রফি’ দিয়ে ফেরার কথা থাকলেও আইনি কারণে সেটা আর হচ্ছেনা।
হ্যামিলটনে রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে ইংলিশরা। যদিও তিন ম্যাচের তিনটিতেই হেরে সে আশা খুবই ক্ষীণ। এই সিরিজ শেষে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইয়ন মরগানের দল। আশা করা হচ্ছে, দ্বিতীয় ওয়ানডেতেই ইংলিশদের হয়ে মাঠে নামবেন বেন স্টোকস।
শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে গেল বছরের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন স্টোকস। সেই ম্যাচের ঠিক পরদিনই এক নাইটক্লাবের বাইরে মারপিট করে জেলে রাত কাটিয়েছিলেন এই অলরাউন্ডার। আদালত এবং বোর্ডের নিষেধাজ্ঞার কারণে নামতে পারেননি অ্যাশেজের লড়াইয়েও।