শেষটা রাঙাতে চায় বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু, নিজেদের রঙে রাঙাতে পারেনি বাংলাদেশ। সে ধারাবাহিকতা ছিল টেস্ট সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টিতেও। এই হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর আশাবাদ শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। সিরিজের শেষটা জয়ের রঙে রাঙাতে চায় লাল-সবুজের দল।
আজ শনিবার সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন আশাবাদের কথা শুনিয়েছেন মাহমুদউল্লাহ। জয় দিয়েই সিরিজ শেষ করাতে আশাবাদী হয়ে তিনি বলেন, ‘দলের এমন অবস্থায় সবার মধ্যেই একটা তাগিদ আসা প্রয়োজন। প্রত্যেকের মনেই দলকে ভালো কিছু উপহার দেওয়ার স্পৃহা তৈরি হোক। আশা করছি জয় দিয়েই আমরা সিরিজ শেষ করতে পারব।’
আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর সে কারণেই আবু জায়েদ রাহির নামটা উচ্চারিত হলো সংবাদ সম্মেলনে। বাঁহাতি এই পেসারের ঘরের মাঠে খেলা বলে কথা।
শেষ দুই বিপিএলেই বল হাতে দুর্দান্ত ছিলেন ২৪ বছেরর রাহি। বিপিএলের চতুর্থ আসরে রাহির সংগ্রহ ছিল ১২ ম্যাচে ৯ উইকেট। আর পঞ্চম আসরে তো ১৮ উইকেট নিয়ে রাহিই ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার।
মাহমুদউল্লাহ অবশ্য আরো কাছ থেকেই দেখেছেন সম্ভাবনাময় এই পেসারকে। গত বিপিএলে তাঁরই নেতৃত্বাধীন খুলনা টাইটানসের হয়ে রাহি বল হাতে আগুন ঝরিয়েছিলেন। তরুণ এই পেসারের অভিষেক কি ঘরের মাঠেই হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘কম বেশি সবাই সুযোগ পেতে চায়। আমরাও সেই সুযোগ দিতে চাই। ঘরের ছেলে হিসেবে তাঁর খেলার একটা সুযোগ থাকতেই পারে। তা ছাড়া সে পরিশ্রম করছে, ভীষণ ধারাবাহিকও।’
আগামীকাল রোববার সিরিজের শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৫টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ।