আবারও রেফারিকে খোঁচা দিলেন পিএসজি কোচ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গেছে প্যারিস-সেইন্ট-জার্মেইন (পিএসজি)। দলের পরাজয়ে হতাশ পিএসজি কোচ উনাই এমেরি পরাজয়ের পরপরই রেফারির তীব্র সমালোচনা করেছিলেন। কয়েকদিন পেরিয়ে গেলেও রেফারির প্রতি ক্ষোভটা থেকেই গেছে পিএসজি কোচের। আবারও খোঁচা দিয়েছেন সেই রেফারিকে।
রিয়ালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ শেষে এমেরি অভিযোগ তোলেন পিএসজি যখন এগিয়ে ছিল তখন রেফারি ভুল পেনাল্টি দিয়ে মাদ্রিদকে সমতায় ফিরিয়েছেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এমনকি একবার বল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রামোসের হাত ছুঁইয়ে গেলেও রেফারির নজর এড়িয়ে যায়।
দুই দিন পর এমেরি আবারও তোপ দেগেছেন সেই রেফারির দিকে। খোঁচা দিয়ে বলেছেন, ফিরতি লেগেও একই রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য। এক প্রেস কনফারেন্সে সাবেক এই সেভিয়া কোচ বলেন, “আমরা যেমনটা বার্নাব্যুতে খেলেছিলাম, তেমনটা খেললে ম্যাচে আগের রেফারিকেই চাইবো যাতে সে আগের মতই সিদ্ধান্ত দিতে পারে। সে থাকলে আমি বরং খুশিই হবো।” তিনি লিঁও ও ভিলারিয়াল ম্যাচের উদাহরণ টেনে বলেন ওই ম্যাচে রেফারি অনেক ভারসাম্যপূর্ণ ছিল।
তবে প্রথম লেগের ম্যাচ হেরে গেলেও আশা হারাননি এই ৪৬ বছর বয়সী কোচ। পরের লেগ নিজেদের মাঠে হওয়ায় তিনি মনে করিয়ে দেন বায়ার্ন মিউনিখকে ৩-০ এবং বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার কথা।
ঘরের মাঠের ভালো রেকর্ড তাকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি মনে করেন পরের ম্যাচে ছেলেরা নিজেদের উজাড় করে সেরাটা দিয়ে মাঠে লড়বে।