গার্দিওলার রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন ভেলভার্দে

পেপ গার্দিওলার অধীনে ২০১০-১১ মৌসুমকে বার্সেলোনার ইতিহাসে সেরা সময় বলা যায়। সেই মৌসুমে টানা ৩১ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড গড়ে বার্সেলোনা।
এবারের লা লিগায়ও অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের স্বাদ পেতে হয়নি আরনেস্তো ভেলভার্দের দল। আজ বাংলাদেশ সময় রাত ৯.১৫ মিনিটে এইবারের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিতলে তো কথাই নেই, ড্র করলেও গার্দিওলার অজেয় বার্সেলোনার রেকর্ডে ভাগ বসাবেন ভেলভার্দে।
২০১০-১১ মৌসুমের লা লিগায় তৃতীয় ম্যাচ থেকে ৩৩ তম ম্যাচ পর্যন্ত অপরাজিত ছিল কাতালানরা। এবার সেই রেকর্ডের খুব কাছে ভেলভার্দের বার্সেলোনা। তবে রেকর্ডটা হলে শুধু ভেলভার্দে একা নয়, ভাগীদার হিসেবে থাকবে লুইস এনরিকের নামও। বার্সেলোনা ছাড়ার আগে গত মৌসুমে শেষ সাত ম্যাচে এনরিকের অধীনে অপরাজিত ছিল বার্সেলোনা। এবারের মৌসুমে টানা তেইশ ম্যাচে দলকে অপরাজিত রেখেছেন ভেলভার্দে। আজ এইবারের বিপক্ষে মাঠে নামার আগে সর্বমোট ৩০ ম্যাচে অপরাজিত কাতালানরা। আজকের ম্যাচের সমতাও বার্সেলোনার ছয় বছর আগের এবং বর্তমান দলকে এক পাল্লায় ফেলে দেবে।
এখন প্রশ্ন উঠতেই পারে তাহলে সেরা দল কোনটা? দুই সময়েরই স্কোয়াডে চমৎকার কিছু ভালো মানের তারকার পদচারনা ঘটেছে। তবে ছয় বছর আগের মাত্র চারজন খেলোয়াড় জেরার্ড পিকে, লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস ও আন্দ্রেস ইনিয়েস্তা আছেন বর্তমান দলে।